ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : করোনাকালে বিভিন্ন সীমাবদ্ধতা থাকলেও পুরোদমে এগিয়ে চলছে ঈশ্বরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের  প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার প্রতিমা তৈরির কাজ। ভক্তবৃন্দরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের মাকে বরণ করার জন্য। অন্যান্য বছরের চেয়ে এবার অনেকটা আগেই কারিগররা প্রতিমা তৈরির কাজ শুরু করেছে । 

১৭ সেপ্টম্বর দেবীর আর্বিভাবের পর ২২ অক্টোবর মহাষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে দেবীর পূজার্চনা। মন্ডপে মন্ডপে নির্ঘুম রাত কাটাচ্ছে মৃৎশিল্পীরা। আবহমানকাল থেকে বাঙালী হিন্দুরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা সার্বজনীন ভাবে পালন করে আসছে। এরই ধারাহিকতায় এবছর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫৫ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গা পূজা। বিভিন্ন মন্ডপে গিয়ে দেখা যায় মৃৎশিল্পীরা তাদের মনের মাধুরী মিশিয়ে মাটির প্রাথমিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পূজার সময় যতই ঘনিয়ে আসছে মৃৎশিল্পীদের ব্যস্ততাও ততই বাড়ছে ।

একজন মৃৎশিল্পী কয়েকটি মন্ডপে মূর্তি তৈরির অর্ডার নেওয়ার কারণে দিনরাত কাজ করতে হচ্ছে। পূজা শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই শুরু হয় রং এর কাজ। এসময় ব্যস্ততা বেড়ে দিগুণ হয়ে যায় কারিগরদের।
আঠারবাড়ী শিব বাড়ী মন্ডপের মৃৎশিল্পী উজ্জল চন্দ্র বর্ম্মন (২৯) বলেন , এবছর ৮টি মন্ডপে মূর্তি তৈরির কাজ করছি। বছরের অন্য সময় তেমন কোন কাজ না থাকায় এসময়টার জন্য আমরা অধীর অপেক্ষায় থাকি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সাহা জানান, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ কর্তৃক করোনা সংক্রান্ত ২৬ টি নির্দেশনা সম্পর্কে উপজেলার প্রত্যেকটি মন্দিরের পূজারীদের অবহিত করছি। যাতে করোনাকালে সুষ্ঠভাবে পূজা উদযাপন করা যায়।

নিরাপত্তার বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ জানান, প্রতিবছরের ন্যায় এবারও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। এবছর আরো অধিক হারে নজরদারি বৃদ্ধি করা হবে যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় ।

(এন/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২০)