আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের লেকচারার প্রিয়াংকা বোস কান্তা’র কমনওয়েলথ স্কলারশীপ নিয়ে পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য লন্ডন যাত্রা।

কান্তার পরিবার সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের লেকচারার হিসেবে কমনওয়েলথ স্কলারশীপ নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য শুক্রবার (১৮সেপ্টেম্বর) লন্ডন পৌঁছেছেন কান্তা। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ডিগ্রী নিয়ে দেশে ফিরবেন তিনি ।

কান্তা আগৈলঝাড়া শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও রাজশাহী সরকারী গার্লস কলেজে থেকে এইসএসসি’তে গোল্ডন এ-প্লাস পেয়েছিল। কান্তা আগৈলঝাড়া উপজেলা পশ্চিম সুজনকাঠী গ্রামের মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নীলকান্ত বেপারী ও অধ্যাপিকা রেবা বাড়ৈর মেয়ে। কান্তা সবার আশির্বাদ প্রার্থী।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২০)