নাটোর প্রতিনিধি : নাটোর শহরের ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মিঠুন আলীর বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। মামুনুর রশীদ মামুন নামে স্থানীয় এক যুবলীগ কর্মীকে মারপিট করার অভিযোগে মিঠুন আলীকে সম্প্রতি সংগঠন থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়।

পরে দলীয়ভাবে অনুসন্ধান চালিয়ে অভিযোগের সত্যতা না পাওয়ায় মিঠুন আলীর বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। শনিবার প্রেরিত পৌর যুবলীগ আহ্বায়ক অ্যাডভোকেট সায়েম হোসেন উজ্জল,যুগ্ম আহ্বায়ক এএইচএম হাসিবুল হাসান বুলেট ও তপন কুমার রায় স্বাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তিতে এই বহিস্কারাদেশ প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করা হয়।
(এমআর/এএস/আগস্ট ১৬, ২০১৪)