নাটোর প্রতিনিধি : বিয়ের দাবিতে নাটোরের নলডাঙ্গা উপজেলার দিয়ার কাজীপুর গ্রামে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে প্রতিবেশী এক কলেজ ছাত্রী। নাটোর এন এস সরকারী কলেজের অনার্স(দর্শন) প্রথম বর্ষের ছাত্রী সোনিয়া (১৯) একই গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে ।

এলাকাবাসী জানায়, একই এলাকায় বাড়ী হওয়ায় অনেক দিন আগে সোনিয়ার সাথে শরিফের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই জের ধরে শনিবার সকালে সোনিয়া একই এলাকার ওমর আলীর ছেলে শরিফুল ইসলাম শরিফের (২৫) সাথে বিয়ের দাবিতে তার বাড়িতে আসে ও বিয়ে না হওয়া পর্যন্ত অবস্থান করবে বলে জানায়। স্থানীয়দের সহায়তায় সোনিয়াকে শরিফের বাড়িতেই রাখা হয়। এদিকে শরিফের বাড়িতে কেউ না থাকায় বিপাকে পড়েছে সোনিয়া।

শরিফের চাচা হাসনাত আলী শেখ জানান, তার ভাতিজা শরিফ সহ তার পরিবারের লোকজন কোথায় গিয়েছে ,তা তিনি জানেননা। তবে বিষয়টি নিয়ে ইতিপুর্বে সমঝোতার চেষ্টা করা হয়। কিন্তু অজ্ঞাত কারনে তা ভেস্তে যায়। আজ শনিবার সকাল থেকে সোনিয়া তার ভাই ওমর আলীর বাড়িতে অবস্থান নিয়েছে।

অপর দিকে সোনিয়ার স্বজন মামাতো ভাই হাবিব জানান, ঘটনাটি নিয়ে শরীফের পরিবার পুলিশকে জানায়। পুলিশ সমঝোতার জন্য তিনদিনের সময় দিয়ে যায়। পুলিশের দেওয়া সময় অনুযায়ী শনিবার সালিশ বৈঠক বসার কথা ছিল। কিন্ত সকাল থেকে শরীফ সহ বাড়ির সকলেই লাপাত্তা হয়ে যায়।

নলড্ঙ্গাা থানার ওসি মনিরুল ইসলাম জানান, এব্যাপারে কোন পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

(ওএস/এটিআর/আগস্ট ১৬, ২০১৪)