স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যানের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত মেয়র কোন কর্তৃত্ব বলে মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান পদে আছেন তা জানতে চাওয়ার আর্জি জানানো হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি দায়ের করেন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত পরাজিত প্রার্থী হোসাইন মোশারেফ সাকুর পক্ষে আইনজীবী সগীর হোসেন লিয়ন। রিট আবেদনে বিবাদী করা হয়েছে এলজিআরডি সচিব, নির্বাচন কমিশন, পিরোজপুরের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক(জেনারেল), মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদকে।

২০১৯ সালের ১৮ জুন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো.রিয়াজ উদ্দিন আহম্মেদ বিজয়ী হন। ওই বছরের ২৭ জুন এ বিষয়ে গেজেট প্রকাশিত হয়। রিটকারী হোসাইন মোশারেফ সাকু জানান, উপজেলা নির্বাচনের বিধিমালা অনুযায়ী ২৫০ জন ভোটারের স্বাক্ষর না নিয়ে মনোনয়নপত্র জমা দেয়া, একই উপজেলার এলজিইডির ঠিকাদার থাকায় রিয়াজ উদ্দিন আহম্মেদের পদে থাকার বৈধতা নিয়ে এই রিট করি।

(ওএস/পি/সেপ্টেম্বর ২০, ২০২০ইং)