চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকা নতুন গ্রামে শুক্রবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে ২০ টি পরিবারে বসতঘর মুহুর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গেছে।

জানা যায়, সন্ধ্যায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির সময় হঠাৎ ঘূর্ণিঝড় আঘাত হানে উপজেলার পুঙ্গলী ইউনিয়নের নতুন গ্রামে। এসময় গ্রামের প্রায় ২০-২৫ টি ঘর, খরের পালা নিমিষেই উড়িয়ে নিয়ে যায়। ভেঙ্গে পড়ে অসংখ্য গাছপালা।
ক্ষতিগ্রস্ত নতুন গ্রামের শাহাদত, আবদুস ছাত্তার, আলে বেওয়া জানান, কিছু বুঝে উঠার আগেই ঘরে চাল উড়ে গেল। এখন পর্যন্ত আমরা ঘর পাই নাই।
ঝড়ে ক্ষতিগ্রস্তরা হলেন, শাহাদত হোসেন, আজা মোল্লা, মোজা মোল্লা, আবদুস ছাত্তার, আকাশ, ইমদাদুল, লালু মিয়া, হাসনা খাতুন, আশরাফুল, রমজান আলী, মাহেলা বেওয়া, রঞ্জু মোল্লা, শফিকুল ইসলাম, আব্দুর রহিম, আলা বক্স, কমেলা খাতুন, সোলাইমান, শাহিন, বাহাদুর, হেনা খাতুন, আফজাল সরকার এর বসত ভিটা সম্পূর্ণ অথবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১৫টি খরের পালা উড়িয়ে নিয়ে পানিতে ফেলে। ব্যাপক ক্ষতি হয়েছে গাছপালার।
শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী হায়দার, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে তাদের তালিকা সংগ্রহ করেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নীচে বাস করছে।
(এসএইচএম/এএস/আগস্ট ১৬, ২০১৪)