নাটোর প্রতিনিধি : র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় নাটোরের লালপুরে একটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালায়।

র‌্যাবের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসানের নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দল লালপুরের বালিতিতা ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণ করার অপরাধে মোস্তাক বিশ্বাস (৩৩) কে আটক করে ও পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ সময় র‌্যাবের দল ১৫ হাজার কেজি ভেজাল গুড় ও গুড় তৈরীর সরঞ্জমাদি ধ্বংস করে। মোস্তাক বিশ্বাস বালিতিতা ইসলামপুর গ্রামের উদ্দিন বিশ্বাসের ছেলে।

লালপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানার আদেশ দেন।

(এডিকে/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২০)