নিউজ ডেস্ক : ভাদ্র মাসের ভ্যাপসা গরমের পর আশ্বিনের শুরু থেকেই পঞ্চগড়ে দেখা দিয়েছে বৃষ্টি। কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো মুষলধারে। আশ্বিনের বৃষ্টিতে স্বস্তির পাশাপাশি জনজীবনে স্থবিরতাও নেমে এসেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২০৮ মিলিমিটার। একই দিন সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) পর্যন্ত এই বৃষ্টিপাত হতে পারে। তবে এর মধ্যে কোথাও গুঁড়ি গুঁড়ি আবার কোথাও মুষলধারে বৃষ্টিপাত হবে।

এদিকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষের। কিছু সংখ্যক লোক নিত্যপ্রয়োজনীয় জিনিস নিতে বের হলেও অনেকেই বৃষ্টির কারণে ঘর থেকে বের হননি। এতে প্রায় জনশূন্য এলাকায় পরিণত হয়েছে বিভিন্ন ব্যস্ততম রাস্তা ও বাজার।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২০)