পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ধানক্ষেতে কৃষকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ বুধবার বেলা ১১ টার দিকে থানা পুলিশ ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধা করে থানায় নিয়ে আসেন। মৃত কৃষক উপজেলার সদর ইউনিয়নেরন বাদুরতলা এলাকার ফজলু হাওলাদারের সেঝ ছেলে মো.আলী হাওলাদার।

মৃত কৃষক মোহাম্মদ আলী হাওলাদারের বড় ভাই জামাল হাওলাদার জানান, মো.আলী হাওলাদার নিজ জমিতে কৃষি কাজের পাশাপাশি ট্রাক্টর চালিয়ে অন্যের জমিও চাষাবাদ করতেন। সকালে মোহাম্মদ আলী বাড়ী থেকে নিকটে জমি চাষ করার পাওনা টাকা আনার জন্য ওই আত্মিয়ের বাড়ী যায় এবং পাওনা টাকা নিয়ে ফিরে আসার সময় ধানক্ষেতে তার মৃত্যু হয়। আমরা ধারনা করছি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতেপারে।

তিনি আরও জানান, তাদের সাথে পাশ্ববর্তী এক পক্ষের সাথে জমি নিয়ে মামলা রয়েছে সে কারনে ইউনিয়ন চেয়ারম্যানের নির্দেশে ময়না তনদন্তের জন্য লাশ থানায় আনা হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, ধানক্ষেতে এক ব্যাক্তির লাশ পড়ে থাকার খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠিয়েছি। মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত্যু রহস্য অনুসন্ধানে কাজ চলছে। ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

(এটি/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২০)