তপু ঘোষাল (সাভার উপজেলা) : রাজধানীর সন্নিকটে সাভারে অনুমোদনহীন ও নিষিদ্ধ ঔষধ বিক্রির দায়ে ৪টি ফার্মেসীতে অভিযান চালিয়ে সাড়ে চার লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত। এসময় প্রায় ১ লাখ মূল্যের অবৈধ ঔষধ জব্দ করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত সাভারের হেমায়েতপুরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, সাভারের হেমায়েতপুর এলাকার কিছু ফার্মেসী ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাকি দিয়ে আমাদানী নিষিদ্ধ ঔষধ বিক্রি করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে হেমায়েতপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় আল মদিনা ফার্মেসী, স্টার ফার্মেসী, সোহেল মেডিসিন ও আয়শা মেডিসিন নামে ৪টি ফার্মেসীতে অনুমোদনহীন আমদানী নিষিদ্ধ ঔষধ পাওয়া যায়। এর প্রেক্ষিতে ফার্মেসী ৪টিকে মোট সাড়ে চার লাখ টাকা আর্থিক জরিমানা করা হয় এবং ৪টি ফার্মেসী থেকে প্রায় ১ লাখ টাকা মূল্যের আমাদানী নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয়।

ভবিষ্যতেও র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে এসময় র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং-সহ অন্যান্য র্যা ব সদস্যরা উপস্থিত ছিলেন।

(টিজি/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২০)