স্টাফ রিপোর্টার : গত জুলাইয়ের ৩ তারিখে ফুসফুসের সমস্যা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মগবাজারের দিলু রোডের বাসিন্দা মো. আসলাম (৫৪)। তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

এ অবস্থায় শুক্রবার মধ্যরাতে তিনি মারা যান। মৃতের স্বজনেরা সাংবাদিক এবং পুলিশের কাছে অভিযোগ করেছেন, আসলাম হোসেনের লাশ তাদের হাতে তুলে না দিয়ে আটকে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে ইউনাইটেড হাসপাতালের অর্থ বিভাগের কর্মকর্তা মো. শাহজাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, "হাসপাতালের পুরো বিল পরিশোধ না করায় মৃতের পরিবারকে লাশ বুঝিয়ে দেয়া হচ্ছে না বলে শুনেছি। বিস্তারিত কিছু জানি না।"

গুলশান থানার উপপরিদর্শক ফেরদৌস আলমের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে মো. আসলামের চিকিৎসা বাবদ বিল হয়েছে ৩১ লাখ টাকা। তার পরিবার প্রায় ১২ লাখ টাকা দিতে পেরেছে। এখন পুরো বিল পরিশোধ করা না পর্যন্ত লাশটি বুঝিয়ে দেয়া হবে না। এমনটি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

(ওএস/এটিআর/আগস্ট ১৭, ২০১৪)