গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে অবৈধ মাছের পোনা উৎপাদনের দায়ে বন্ধন মৎস্য হ্যাচারী ও ফিসারিজকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ উপজেলার কলতাপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বাজারে এ কে এম আমিনুল হকের মালিকানাধীন বন্ধন মৎস্য হ্যাচারী ও ফিসারিজ রয়েছে। সম্প্রতি ওই হ্যাচারীতে অবৈধ পোনা উৎপাদন শুরু করেন তিনি। খবর পেয়ে বৃহস্পতিবার হ্যাচারীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে মৎস্য হ্যাচারী আইনে আমিনুল হককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেল নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে আমাদের এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এছাড়া তিনি বিভিন্ন খাল ও নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ মারার বানা ভেঙ্গে দেন।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২০)