বিনোদন ডেস্ক : ভারতে চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ সম্মাননা 'দাদাসাহেব ফালকে' পুরস্কার। চলতি বছর এ সম্মাননা পেতে যাচ্ছেন বলিউড শাহেনশাহ অভিনেতা অমিতাভ বচ্চন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জাভেদকর তার টুইট বার্তায় জানান, দুই প্রজন্মকে বিনোদন ও অনুপ্রেরণা দেওয়া কিংবদন্তি অমিতাভ বচ্চনকে সর্বসম্মতিক্রমে দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। পুরো দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এতে খুশি। তার প্রতি আমার আন্তরিক অভিনন্দন।'

এ টুইটের পর বাবাকে শুভেচ্ছা জানিয়ে উক্ত টুইট বার্তা নিজের প্রোফাইলে শেয়ার করে জুনিয়র বচ্চন বলেন, 'অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।'

তবে এ ঘোষণা আসার পর টুইটে অমিতাভকে প্রথম শুভেচ্ছা জানান ভারতের জনপ্রিয় পরিচালক করণ জোহর। শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, 'ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে অনুপ্রেরণাযোগ্য কিংবদন্তি। তিনি একজন রকস্টার! আমি অমিতাভ বচ্চনের যুগে থাকতে পেরে সম্মানিত ও গর্বিত!'

প্রসঙ্গত, দাদাসাহেব ফালকে একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ছিলেন। তাকে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে গণ্য করা হয়। তিনি ১৯১৩ সালে 'রাজা হরিশচন্দ্র' চলচ্চিত্রটি নির্মাণ করেন যা ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

তাকে স্মরণ করে ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ১৯৬৯ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসা হচ্ছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২০)