গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের খ-কালীন শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আহাম্মদ মোল্লাকে সাময়িক বরখাস্ত করেছে কারিগরি শিক্ষা বিভাগ। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম খান গত ১৭ সেপ্টেম্বর এক অফিস আদেশে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আহাম্মদ মোল্লাকে সাময়িক বরখাস্ত করেন। একই বিভাগের উপসচিব রহিমা আক্তার স্বাক্ষরিত অন্য আদেশে আলী আহাম্মদ মোল্লাকে যৌন হয়রানি মামলায় গ্রেফতারের অনুমতি দিয়েছে। 

জানা যায়, গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মেকানিক্যাল বিভাগের খ-কালীন শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে গত ২৭ আগস্ট ২০২০ ঐ শিক্ষিকা বাদী হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আহাম্মদ মোল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০নং ধারায় গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৩৭।

মামলার প্রেক্ষিতে গৌরীপুর থানা পুলিশ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আহাম্মদ মোল্লাকে প্রেফতারের জন্য উর্ধ্বতন কতৃপক্ষের কাছে অনুমতি প্রার্থনা করলে কারিগরি শিক্ষা বিভাগ তাকে প্রেফতারের অনুমতি দেয়। এছাড়া একজন শিক্ষিকাকে একাধিকবার যৌন হয়রানির কারণে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সরকারি চাকরি শৃংখলা বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেইসাথে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২০)