সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন বাজারে মাংসের দোকানে ভ্রাম্যমান আদলত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন উপজেলা নিবার্হী অফিসার। এসময় আইন না মেনে মাংস বিক্রির অভিযোগে তিন দোকানের মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা.ইসমত আরা।

সুত্র জানান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা.ইসমত আরার নেতৃত্বে কাপাসিয়া উপজেলার আমরাইদ, তঁরগাও, কাপাসিয়া কাঁচা বাজার সংলগ্ন এলাকার মাংসের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পশু জবাই ও মাংস সংরক্ষণ আইন ২০১১ না মেনে মাংস বিক্রি করার অভিযোগে কাপাসিয়ার মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় আইন না মেনে মাংস বিক্রি করায় আমারাইদ বাজারে আমিনুল ও আসাদ কে ৪ হাজার, তঁরগাও এলাকার কামরুল কে ২ হাজার আর কাপাসিয়া বাজারে ১ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, পশু জবাই ও মাংস সংরক্ষণ আইন ২০১১ না মেনে মাংস বিক্রি করার অভিযোগে কাপাসিয়ার মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

(এসডি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২০)