সিলেট প্রতিনিধি : প্রবল বৃষ্টিপাতের কারণে তিস্তা এবং সুরমা নদীর পানি বেড়ে গিয়ে রংপুর এবং সিলেট বিভাগের কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছে, তিস্তা নদীতে পানি কিছুটা কমলেও সুরমা নদীতে পানি আরো বাড়তে পারে।

গত তিনদিন যাবত উত্তরাঞ্চলের রংপুর, নীলফামারি এবং সিলেট বিভাগের কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়।

এ বন্যার কারণে এসব এলাকার প্রচুর মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমিরুল হোসেন জানান, গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের কারণেই তিস্তা এবং সুরমা নদীর পানি বেড়ে গিয়ে এই আকস্মিক বন্যাগুলো হয়েছে।

তিনি বলেন, আজ তিস্তা নদীর পানি কিছুটা কমেছে। কিন্তু সুরমা নদীর পানি আরো কয়েকদিন বাড়ার সম্ভাবনা রয়েছে।

সপ্তাহখানেক ধরেই দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ছে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি আরো বাড়তে পারে।

এছাড়াও সীমান্তবর্তী এলাকাগুলোতে এখনো আকস্মিক বন্যার আশংকা রয়ে গেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

(ওএস/এটিআর/আগস্ট ১৭, ২০১৪)