নিউজ ডেস্ক : কোন স্থানে অগ্নিসংযোগের সংবাদ টিভি স্কিনে ভেসে উঠলেও কতটুকুই বা কার্যকর পদক্ষেপ নিতে পেরেছি আমরা?

এমনি চিন্তা মাথায় নিয়ে এই সমস্ত সঙ্কটময় মুহূর্তে রোবট ব্যবহারের পরিকল্পনার কথা জানান রোবটিক্সবিডি ডটকমের অ্যাডমিন শিবলী ইশতিয়াক।

এ বিষয়ে শিবলী বলেন, ইতিমধ্যে বেশকিছু রোবট ডেভেলপ করার চেষ্টা করছেন তিনি যা রিমোট কন্ট্রোলের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে আগুন নেভানোর কাজে সহায়তা করবে।

এ ছাড়া রোবটিক্সবিডি ডটকমের কার্যক্রম ব্যাপারে শিবলী আরও জানান, সম্প্রতি বাংলাদেশে বেশকিছু প্রাইভেট টিভি চ্যানেল তাদের তৈরি কোয়াডকপ্টার ব্যাবহার করছে।

তিনি উল্লেখ করেন, রোবটিক্সবিডির ওয়েবসাইট এ গেলে রোবট তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো পাওয়া যাবে যা পূর্বে বিদেশ থেকে আমদানি করতে হতো।

(ওএস/এটিআর/আগস্ট ১৭, ২০১৪)