বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পূজা-অর্চণাসহ, ধর্মীয়সংগীত পরিবেশন, শোভাযাত্রা, আলোচনাসভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতারমতো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পটুয়াখালীর বাউফল পৌর সদরের সার্বজনী কালীবাড়ি মন্দির, বগা, কালিশুরী, ধুলিয়া, নগরেরহাট, মমিনপুরনগর ও কনকদিয়াতে সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় সার্বজনীন পুজাউদযাপন পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় কালাইয়া বন্দরে। র‌্যালীতে আমাদের সময়ের বাউফল উপজেলা প্রতিনিধি কৃষ্ণ কর্মকার, গোপাল কৃষ্ণ গাঙ্গুলী, খোকন কর্মকার, নিহার বনিক, উত্তম দাস, নিতাই কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

(এমএবি/এটিআর/আগস্ট ১৭, ২০১৪)