ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা সিভিলসার্জন কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। 

এসময় উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফিরোজ জামান জুয়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ডাঃ সাজ্জাদ হায়দার শাহিন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ও জেলার সাংবাদিকবৃন্দ।

ওরিয়েন্টেশনে বক্তারা জানান,ভিটামিন এ শুধু রাতকানা রোগ বা অন্ধত্বের জন্য নয়। এটা খেলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।দীর্ঘ মেয়াদী ডায়রিয়াসহ অনেক রোগের জন্য কার্যকর। ভিটামিন এ শরীরে উৎপাদন হয়না, সম্পূরক খাদ্যের মাধ্যমেই এর অভাব পূরণ করতে হয়।বক্তারা আরও জানান এবার জেলায় মোট ২,১৩,৯৮৪ শিশুকে ৫ টি উপজেলায় ৩ টি পৌরসভায় ১৩৮২ টি টিকা কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

(এফআর/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২০)