রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দরের অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নৌ-পরিবহন মন্ত্রণালয় ও ভোমরা স্থলবন্দরের আয়োজনে বুধবার দুপুরে স্থলবন্দর প্রশাসনিক ভবনের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নবাগত চেয়ারম্যান (অতিঃ সচিব) এ.কে.এম তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সাতক্ষীরা’র উপ-পরিচালক মো. জাকির হোসেন, ডিজিএফআই এর সহকারী পরিচালক খন্দকার আরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় আরো বক্তব্য রাখেন, সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন, ভোমরা বন্দর’র সহকারি কমিশনার (রাজস্ব) মো. আমির মাহমুদ, ভোমরা সিএন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এইচ.এম আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা স্থলবন্দর’র সহকারি পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান, আমদানীকারকদের পক্ষে দীপঙ্কর ঘোষ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভোমরা স্থলন্দর উপ-পরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলাম।

ভোমরা বন্দরের ব্যবসায়ীরা এ সময় বন্দরের লেবার বিল ডাবল না নেয়ার দাবী জানিয়ে বলেন, এ বন্দরে উপযুক্ত অবকাঠামো ও মালামাল আনলোডের ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহার করতে পারেননা। ব্যবসায়ীদের দাবীর মুখে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এ.কে.এম তারিকুল ইসলাম ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক মনিরুল ইসলামকে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ব্যবসায়ী নেতাদের নিয়ে বিষয়টি নিষ্পত্তি জন্য নির্দেশ দেন।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২০)