জামালপুর প্রতিনিধি : খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে ফরিদুল ইসলাম নামে এক যুবলীগ নেতার ডিলারশিপ বাতিল করেছে প্রশাসন। ওই যুবলীগ নেতা জামালপুরের সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ জানান, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মেসার্স অবনি অনিশা এন্টারপ্রাইজের মালিক ফরিদুল ইসলাম মালিপাড়া এলাকার জন্য নির্ধারিত ডিলার।

বুধবার দুপুরে ওই এলাকায় গিয়ে তার নির্ধারিত গুদামে চাল পাওয়া যায়নি। পরে বয়ড়া বাজারে গিয়ে দেখা যায়, একটি ঘরে তিনি চাল জমা করে রেখেছেন। এছাড়া তার নামে বরাদ্দকৃত চালের হিসাবেও গড়মিল দেখা গেছে।

বিষয়গুলো অনিয়ম হিসেবে গণ্য হওয়ায় তার ডিলারশিপ বাতিল করা হয়েছে। দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের চাল বিতরণে কোনো অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

এ ব্যাপারে ডিলার ফরিদুল ইসলামের বক্তব্য জানার জন্য চেষ্টা করেও সম্ভব হয়নি।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২০)