চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জেকে পোল্লাডাঙ্গা সীমান্ত দিয়ে শনিবার সকালে পাচারের সময় তিন কিশোরকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় আটক করা হয় এক পাচারকারীকে।

৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুজিবুল হক শিকদার জানান. ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের আব্দুর রশিদ তিন কিশোরকে নিয়ে জেকে পোল্লাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবির একটি টহলদল তাদেরর আটক করে স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। ভাল কাজ দেয়ার আশ্বাসসহ বিভিন্ন প্রলোভন দিয়ে আব্দুর রশিদ ওই তিন কিশোরকে দিয়ে ভারতে পাচার করছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। ওই তিন কিশোর হচ্ছেন পোল্লাডাঙ্গা গ্রামের মোশারফ হোসেনের ছেলে মিজানুর রহমান (১৩), আব্দুল কাদেরের ছেলে নাইম হোসেন (১৪) ও আব্দুস শুকুরের ছেলে মিনহাজুল ইসলাম (১৪)। পরে তাদের ভোলাহাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
(এআরএন/এএস/এপ্রিল ১৯, ২০১৪)