স্টাফ রিপোর্টার : রাজধানীর বড় মগবাজারের এসকে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। তবে আগুন নিয়ন্ত্রনে আনার পরও ফায়ার সার্ভিসের লোকজন ক্ষয়ক্ষতির পরিমান নির্নয়ে কাজ করছিল।

দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা শাহজাদি সুলতানা বলেন, রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ছয় তলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে কি কারনে আগুন লেগেছে তার জানাতে পারেনি দমকল বাহিনীর সদস্যরা।

ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জিয়াউদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ছয়তলা ওই ভবনের চারতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে কাজ করছে।

(ওএস/এটিআর/আগস্ট ১৭, ২০১৪)