ধ্রুব রঞ্জন দাস, কটিয়াদী (কিশোরগঞ্জ) : আগামীকাল শুক্রবার (০২ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী পৌর আওয়ামী লীগের ওয়ার্ড সমূহের সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে উজ্জীবিত নেতাকর্মীদের কর্মতৎপরতা বেড়ে গেছে। একদিকে যেমন ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, ঠিক তেমনি পদ প্রত্যাশী ও পদে থাকা নেতাদের টেনশনের পারদ ততই যেন চড়ছে। কে পদ হারাছেন, কে পদোন্নতি পাবেন, আবার নতুন কে কে নেতৃত্বে আসছেন-এসব নিয়ে গুঞ্জনের কমতি নেই। 

কিশোরগঞ্জ-২ আসনের জননন্দিত জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ দলকে শক্তিশালী করতে সাংগঠনিক ভিত্তিকে শক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন। ইতোমধ্যে জনাকীর্ণ সম্মেলনের মাধ্যমে গঠনতন্ত্রের সকল ধারা মেনে গঠন করা হয়েছে উপজেলার সকল ইউনিয়নের কমিটি।

চলমান করোনার সংকটের প্রথম দিকে লকডাউনের কারণে সাময়িক থমকে যায় দল গোছানোর কাজ কিন্তু থেমে ছিলনা মানবতার ফেরিওয়ালা এমপি নূর মোহাম্মদ‘র মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়ার কাজ। মহামারী মহামারী করোনার শুরুতেই তিনি নিজ সংসদীয় এলাকার গরীব, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। নিরলস ভাবে কটিয়াদী-পাকুন্দিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন মানুষের কল্যাণে। নিজের জীবনের ঝুঁকিকে উপেক্ষা করে নির্ভয়ে মানুষের পাশে দাড়ান। মানবতার সেবা করতে গিয়ে তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হন। সুস্থ হয়ে আবারও জনগনের সেবাসহ সাংগঠনিক কর্মকান্ড জোরদার করণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় শুরু হতে যাচ্ছে পৌর ওয়ার্ডগুলোতে দলকে গোছানোর কাজ।

জানা গেছে, ২ অক্টোবর শুক্রবার ০৫ নং ওয়ার্ড়ের সম্মেলন অনুষ্ঠিত হবে দড়ি চরিয়াকোনা স. প্রা. বিদ্যালয় মাঠে। পর্যায়ক্রমে ৩ অক্টোবর শনিবার ০৪ নং ওয়ার্ড়ের, ৪ অক্টোবর রবিবার ০৮ নং ওয়ার্ড়ের, ৬ অক্টোবর মঙ্গলবার ০৯ নং ওয়ার্ড়ের, ৭ অক্টোবর বুধবার ০৭ নং ওয়ার্ড়ের, ৯ অক্টোবর শুক্রবার ০৬ নং ওয়ার্ড়ের, ১০ অক্টোবর শনিবার ০৩ নং ওয়ার্ড়ের, ১২ অক্টোবর সোমবার ২ নং ওয়ার্ডের, সর্বশেষ ১৬ অক্টোবর শুক্রবার ০১নং ওয়ার্ড়ের সম্মেলনের অনুষ্ঠিত হবে।

নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, তাদের প্রত্যাশা নতুন কমিটিগুলো প্রবীণ-নবীনদের সমন্বয়ে গঠিত হবে। তারা মনে করেন অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজর দারি প্রয়োজন রয়েছে।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল ওয়াহাব আইন উদ্দিন আশা ব্যক্ত করেন, পৌর ওয়ার্ড সম্মেলনে মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সংখ্যাগরিষ্ট মতামতের ভিত্তিতে জাতির পিতা বঙ্গবন্ধুর আর্দশে বিশ্বাসী নেতৃত্বকে বেছে নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে সর্বশেষ পৌর আওয়ামী লীগের ওয়ার্ড সমূহের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আগামীকাল থেকে অনুষ্ঠিত সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে কটিয়াদী পৌরসভার তৃণমূল নেতাকর্মীদের মাঝে।

(ডি/এসপি/অক্টোবর ০১, ২০২০)