লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীকৃঞ্চের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে দিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। অনুষ্ঠান মালার মধ্যে ছিল অধিবাস, পূজা-অর্চনা,শিশু চিত্রাংকন, গীতা পাঠ ও মহিলাদের উল্লুধ্বনী, শঙ্খ বাজানো প্রতিযোগিতা, নাম সংকীর্তন এবং প্রসাদ বিতরণ।

সকাল ১০ টায় লক্ষীপাশার সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালিবাড়ি এসে শেষ হয়। পরে লক্ষীপাশাস্থ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের নাট মন্দির চত্বরে প্রবীণ সমাজ সেবক অজয়কান্তি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সম্পাদক এ্যাডভোকেট অশোক কুমার বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট দৌলত আহম্মদ খাঁন, মেয়র নজরুল ঠাকুর,প্রধান শিক্ষক মৃত্যূঞ্জয় দাস, মো. হাসানুজ্জামান, সমীর কুমার বিশ্বাস প্রমূখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও প্রসাদ বিতরণ করা হয়।
(আরএম/এএস/আগস্ট ১৭, ২০১৪)