আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মুজিব বর্ষ উপলক্ষ্যে জেলার সদর উপজেলার গুচ্ছগ্রামে পূর্ণবাসিত পরিবারের মধ্যে দলিল হস্তান্তর ও সূবর্ণ নাগরিকদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। 

শনিবার সকাল এগারটায় বরিশাল সার্কিট হাউজের ধাঁনসিড়ি সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের সহযোগিতায় দলিল হস্তান্তর ও হুইল চেয়ার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।

জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আব্দুর রাজ্জাক, (গুচ্ছগ্রাম) আঞ্চলিক প্রকল্প পরিচালক মোঃ রেজাউল বারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।

শেষে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের গুচ্ছগ্রামের ৬০ জন গৃহহীনদের মাঝে ঘড়ের চাবি ও জমির দলিল হস্তান্তর ২০জন সূবর্ণ নাগরীকদের মাঝে হুইল চেয়ার বিরতণ করেন অতিথিরা।

(টিবি/এসপি/অক্টোবর ০৩, ২০২০)