সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সড়াই হাজীপুর গ্রামের কালি মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান এবং ওসির অপসারন দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রায়গঞ্জ উপজেলা শাখা।

রবিবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূইয়াগাঁতী বাসষ্ট্যান্ডে বেলা ১২টা থেকে শুরু হয়ে প্রায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে ডা: চন্দন কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি আইনুল হক, চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান স্বপন কুমার দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সন্তোষ কুমার কানু, সাংগঠনিক সম্পাদক সুকান্ত সেন, যুগ্ন সম্পাদক অলোক দত্ত, রায়গঞ্জ থানা শাখার সহ-সভাপতি বাবলু সাহা, সলঙ্গা থানা শাখার যুগ্ন সম্পাদক গৌতম সাহা, রায়গঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গজেন্দ্র নাথ মন্ডল প্রমুখ।
বক্তারা অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ ঘটনার ইন্ধনদাতা হিসেবে রায়গঞ্জ থানার ওসি রাশেদুল হাসান বিশ্বাসকে ২৪ ঘন্টার মধ্যে অপসারন করার দাবি জানান।
(এসএস/এএস/আগস্ট ১৭, ২০১৪)