কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া সংবাদপত্র হকার্স সমিতির সদস্য পত্রিকা বিক্রেতা মাখন লাল বৈরাগীর জমি দখল করে সেই জমিতে ৩/৪জন শ্রমিক নিয়ে মাটি কাটা শুরু করেছে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের চিহ্নিত ভূমিদস্যু রওশন আরা। শনিবার সকালে সংখ্যালঘু এ পত্রিকা বিক্রেতাকে বসতঘর থেকে উচ্ছেদের জন্য তার জমির মাটি কাটা শুরু করে। এ সময় বৃদ্ধ মাখন লাল বাঁধা দিতে গেলে তাকে অশ্লীল ভাষায় গালাগালসহ হুমকি প্রদান করে রওশর আরা। এ ঘটনায় ওইদির দুপুরে সে কলাপাড়া থানায় সাধারণ ডায়েরী করেন।

এ ব্যাপারে এএস আই মহিউদ্দিন জানান, তারা ঘটনা জেনেছেন। ২১ এপ্রিল সোমবার উভয় পক্ষের কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে মাখন লালের জমির মাটি কাটার কাজ এখনও বন্ধ হয়নি। উল্লেখ্য, ইতোপূর্বে একই চক্র মাখন লালের বাড়ির গাছপালা কেটে নেয়।
(এমকেআর/এএস/এপ্রিল ১৯, ২০১৪)