আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র আশু রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আগৈলঝাড়া উপজেলা যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বাদ আছর মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক এর পরিচালনায় আবুল হাসানাত আবদুল্লাহ’র রোগ মুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা, আব্দুর রইচ সেরনিয়াবাত, এসএম হেমায়েত উদ্দিন, আবুল বাশার হাওলাদার, সফিকুল ইসলাম সকুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী, শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, যুবলীগ সহ-সভাপতি আবদুল্লাহ লিটন, ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক নান্নাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে রবিবার একই সময়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের হিন্দু নেতৃবৃন্দর উদ্যোগে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লহ’র রোগ মুক্তি কামনায় দলীয় অফিসে বিশেষ প্রার্থণা সভার আয়োজন করে। প্রার্থণা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আ’লীগ নেতা রাধ্যেশ্যাম গাইন, অমিও লাল চৌধুরী, উজ্জল লাহেড়ী, নিখিল সমদ্দার, রমেশ অধিকারী, নির্মল বিশ্বাসসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ’র একান্ত সচিব খায়রুল বশার রবিবার দুপুরে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন, বর্তমানে মন্ত্রী মহোদয় সবার দোয়ায় সুস্থ রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ ও তাঁর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ি তিনি আরও কিছু দিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষনে থাকবেন। বরিশালসহ দেশবাসীর প্রতি তাঁর জন্য দোয়া-প্রার্থণা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মন্ত্রী মহোদয়ের পরিবার সদস্যরা।

(টিবি/এসপি/অক্টোবর ০৪, ২০২০)