শেরপুর প্রতিনিধি : হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিবস জন্মাস্টমি উপলক্ষে ১৭ আগষ্ট রবিবার শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের গোপাল জিউর মন্দির চত্বর থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার সহায়তায় জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের গোপাল জিউর মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। এসময় অন্যানের মধ্যে আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, অধ্যাপক শিব শংকর কারুয়া, সাধারণ সম্পাদক কানু চন্দ, জীবন কৃঞ্চ দে, নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিষেক দাশ প্রমুখ। শহরের বিভিন্ন মন্দিরের পুরোহিত, ভক্ত এবং হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
(এইচবি/এএস/আগস্ট ১৭, ২০১৪)