স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর এলাকা থেকে গাঁজাসহ এক যুবক এবং ওয়ারেন্টভুক্ত এক আসামীকে আটক করে কুমিল্লা জেল হাজতে পাঠিয়েছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা সদরের মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দিয়ে এক যুবক বাজরের ব্যাগ নিয়ে হেঁটে যাবার সময় থানার এস আই তপন কুমার সাহা ও সঙ্গীয় ফোর্স তার গতিরোধ করে। ব্যাগ তল্লাশি করে তার ব্যাগে ২ কেজি গাঁজা পাওয়া যায়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত যুবক মো. সোহেল (২০) ব্রাহ্মণপাড়া উপজেলার দেউষ লাড়–খার গ্রামের দুদ মিয়ার ছেলে। এ ঘটনায় এস আই তপন বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা করেছে।
অপর দিকে থানার এস.আই শাহজাহান কামাল ও সঙ্গীয় ফোর্স উপজেলার দক্ষিন তেতাভূমি গ্রামের আবদুস সালামের ছেলে স্বরাজ মিয়া (৩৫) কে গত শনিবার রাতে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। সে ২০০৮ সালের একটি জি,আর মামলার ওয়ারেন্টের আসামী ছিল।
এ ব্যাপারে থানার ওসি মফজল আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের রবিবার কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।
(এইচকেজে/এএস/আগস্ট ১৭, ২০১৪)