বরগুনা প্রতিনিধি : ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব উপলক্ষে বরগুনার গতকাল রবিবার সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের আয়োজনে  একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

দেশ ও জাতির মঙ্গল কামনায় শোভাযাত্রাটি জেলা শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে আখড়াবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। বিকেলে শ্রীমদ আচার্য্য বিবেকানন্দ গোস্বামীর প্রতিষ্ঠিত বাংলাদেশ সেবাশ্রমের আয়োজনে আরএকটি শোভাযাত্রা আমতলার সেবাআশ্রম থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে শেষ হয়ে রাতে ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া বামনা পাথরঘাটা বেতাগী, আমতলী ও তালতলীতেও ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে বিভিন্ন ধর্মী সংগঠন।
(এমএইচ/এএস/আগস্ট ১৭, ২০১৪)