কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : “ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই, ধর্ষণের শাস্তি ফাঁসি চাই” এই দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মানববন্ধন করেছে বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর কিশোরগঞ্জ জেলা শাখা।

বুধবার (০৭ অক্টোবর) কটিয়াদী বাসস্ট্যান্ডে দেশব্যাপী সংঘটিত যৌন হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ময়মনসিংহ - ভৈরব মহাসড়কের দুইপাশে দাঁড়িয়ে শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবির মানুষ, সংগঠনের কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য বর্মণ বিরাজ অনির্বাণ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, কটিয়াদী আর্দশ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ফকির, কটিয়াদী সরকারি কলেজের সাবেক ভিপি দুলাল বর্মণ, সাংবাদিক, লেখক ও সংগঠক হামিদ মোহাম্মদ জসিম, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, প্রভাষক দীপা বর্মণ, সংগঠনের জেলা কমিটি সভাপতি শাহাদাত সিদ্দিক শাওন প্রমুখ।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করে ধর্ষণকারীর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।

(ডি/এসপি/অক্টোবর ০৭, ২০২০)