প্রবাস ডেস্ক : দেশব্যাপী হত্যা, ধর্ষণ ও নারীজাতির অবমাননার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) নিউ ইর্য়কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় দেশব্যাপী চলমান ধর্ষণের প্রতিবাদ জানিয়ে সংহতি সমাবেশ করেছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, দেশে বিচারের দীর্ঘসূত্রিতা ও বিচার না হওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে সারাদেশে আশঙ্কাজনক হারে হত্যা ও ধর্ষণের মত ঘটনা ঘটছে। ধর্ষকের কোনও দল নেই। সুস্থ্ সাংস্কৃতিক চর্চাই পারে দেশের মানুষের বিবেককে জাগ্রত করতে। এখন প্রয়োজন মানুষের বিবেককে জাগ্রত করা।

বক্তারা আরো বলেন, ধর্ষণের হার কমানোর জন্য দেশের আইন প্রণেতারা কোন কাজ করছে না। তবে যারা ধর্ষণের মত জঘন্য কাজ করছে তাদের সংখ্যা সমাজে খুব বেশি না। তাই সমাজের সবাই যদি একসাথে সকল অন্যায়-অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে সমাজ আরো বেশি সুন্দর হবে।

সমাবেশ বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু,সাংবাদিক দর্পন কবীর, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা জাকির হোসেন বাচ্চু, যুক্তরাষ্ট্র হিন্দু ইউনিটির আহ্বায়ক দীনেশ মজুমদার, ঢাকা গণজাগরণ মঞ্চের জাকির হোসেন বনি, সম্মিলিত সাস্কৃতিক জোটেরকর্মি গোপাল স্য্যনাল, প্রজন্ম একাত্তরের আহ্ববায়ক শিবলী সাদিক, যুব ইউনিয়নের সাবেক কর্মি সনজীবন কুমার, সাংস্কৃতিক কর্মি শুভ রায় প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা মুজাহিদ আনসারী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্র শিল্পী তারিক হাসান, লেখক সেলিনা আকতার তুহিন, বাংলা চ্যালেনের শাহ জে. চৌধুরী, এটিএন বাংলার বার্তা সম্পাদক কানু দত্ত,নাট্যকর্মী তোফাজ্জল লিটন,হিন্দু ইউনিটির নিতাই বাগচী, সনজীব কুমার ঘোষ, রাজনীতিবিদ মীর মশিউর রহমান, হিন্দু-বৌদ্ধ-খৃীষ্টান ঐক্য পরিষদের গোবিন্দ জি. বানিয়া, হোসনে আরা চৌধুরী, প্রতিমা সরকার, নুরন্নাহার বেগম, বিপুল কে সাহা, মুক্তি সরকার ও পপি ঘোষ প্রমূখ।

(বিপি/এসপি/অক্টোবর ০৮, ২০২০)