কার্ডিফ থেকে, বদরুল মনসুর : ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ ও বিবিসেতে গাজার সঠিক নিউজ পরিবেশনের দাবিতে বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের বিবিসি অফিসের সামনে গত ১৪ই আগষ্ট বিকাল ৫টায় এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

কার্ডিফ স্টপ দ্যা ওয়ার কোয়ালিশন, কার্ডিফ ট্রেড ইউনিয়ন, ইউনিটি ইউনিয়ন, এন্টি জেনোসাইড মুভমেন্ট অফ কার্ডিফ পিসিএম ওয়েলস ট্রেড ইউনিয়ন, সিএনডি ক্যামরু, ওয়েলস বাংলাদেশ কমিউনিটি ইন ইউকেসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভকারীরা সমবেত হয়ে বিবিসি ট্যাল দ্যা ট্রুথ, বিবিসি স্যাইম অন ইউ, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, আওয়ার ভয়েস আওয়ার ডিমান্ড স্টপ দ্যা জেনোসাইড সহ নানা শ্লোগানে শ্লোগানে বিবিসির ওয়েলস অফিসের সামনের ফটক মুখরিত করে তুলেন।
এন্টি জেনোসাইড মুভমেন্ট অফ কার্ডিফের কনভেনার ওয়েলস বাংলাদেশ কমিউনিটি সংগঠক মানবাধিকার কর্মী ও সাংবাদিক মকিস মনসুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলার সু লেন্ট, কার্ডিফ স্টপ দ্যা ওয়ার কোয়ালিশনের সেক্রেটারী এ্যাডামস জন্্স, পিটার এডওয়ার্ডস, আংশে ডিন, এনড্রি এ জিনক, রয়গুন ডেভিস, মরিয়ম আফিসি মনা ফাত্বাহু, জন মাইকেল, এনপিস্পন পেরিস, স্যারন অ্যাডমস, আব্দুল কাদির, এম এ রউফ, আবদাল মিয়া, বকশী হারুনুর রশিদ, আহাদ মিয়াসহ বিভিন্ন দেশের ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিবিসির কঠোর সমালোচনা করাসহ গাজায় প্রকৃত ঘটনা পরিবেশনের জোর দাবি এবং প্যালেস্টাইনকে মুক্তি করতে বিশ্ব নেতাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জোর দাবি জানান।
(এএস/আগস্ট ১৭, ২০১৪)