কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে দেশব্যাপী অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কটিয়াদী রক্তদান সমিতি। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে, দেশব্যাপী অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় চিহ্নিত অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবীর প্রতি সহমত পোষন করে এ পর্যন্ত তিনশতাধিক লোক গণস্বাক্ষর প্রদান করেন।

গণস্বাক্ষর প্রদানকারীর মধ্যে রয়েছে ছাত্র-ছাত্রী, শিক্ষক, রাজনীতিক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, সংগঠনের সদস্যসহ নানা পেশার মানুষ। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম জানান, নারী প্রতি সংহিসতা রোধে কটিয়াদী রক্তদান সমিতির আট দফা দাবী আছে সরকারের নিকট। যা স্মারকলিপি আকারে সরকারের মাঠ পর্যায়ের প্রশাসনের নিকট পেশ করা হবে। আট দফা দাবীর অন্যতম প্রধান দাবী ধর্ষণ মামলার জন্য বিশেষ দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন।
উল্লেখ্য বৃহস্পতিবার সকালে কটিয়াদী বাসস্ট্যান্ডে দেশব্যাপী অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনটি।

(ডি/এসপি/অক্টোবর ০৯, ২০২০)