নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদী থেকে গলায় পাথরের বস্তা বাধা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ধলেশ্বরী নদীর নাগরপুর অংশের সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নাগরপুর থানা পুলিশ। 

এ বিষয়ে নাগরপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) বাহারুল খান বাহার বলেন, বিকালের দিকে ধলেশ্বরী নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। এসময় তার গলায় রশি দিয়ে পাথর ভর্তি বস্তা বাধা ছিলো।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মরদেহ গুম করতেই গলায় পাথর ভর্তি বস্তা বাধা হয়ে থাকতে পারে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদেন্তর জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। মরদেহের তাৎক্ষণিক নাম পরিচয় জানা না গেলেও সনাতন ধর্মে বলে ধারণা হচ্ছে বলে জানান তিনি।

(আরএস/এসপি/অক্টোবর ০৯, ২০২০)