কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জম্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার বেলা ১২টায় পৌর শহরের শ্রীশ্রী মদন মোহন সেবাশ্রমের উদ্দ্যোগে শ্রী কৃষ্ণ ভক্তদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মদন মোহন সেবাশ্রমের আঙ্গীনায় এসে শেষ হয়। পরে মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী গোপালের স্নান শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরন করা হয়। এছাড়া ওইদিন উষা কৃর্ত্তন, বাল্য ভোগ, ভক্তিমুলক সংগীতানুষ্ঠা ও পূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মদন মোহন সেবাশ্রমের সভাপতি বিপুল হাওলাদার, সাধারন সম্পাদক নাথুরাম ভৌমিক, জগন্নাথ মন্দিরের সাবেক সভাপতি কমল কৃষ্ণ সাহা, জগন্নাথ মন্দিরের আহবায়ক ভজহরি কুন্ডু, যুব কমিটির নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের শত শত নারী পুরুষ এতে অংশ নেয়।
(এমকেআর/এএস/আগস্ট ১৭, ২০১৪)