রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইল-বাসাইল সড়কের বাসাইল উপজেলার লাঙ্গুলিয়া নদীর উপর নির্মিত বেইলী সেতু ভেঙ্গে একটি ট্রাক নদীতে পড়ে গেছে। এতে করে ঐ সড়ক দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে বাসাইল ও সখীপুর উপজেলার সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আহত অবস্থায় এক জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। রবিবার রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে।

পুুলিশ ও স্থানীয়রা জানান, বালু ভর্তি একটি ট্রাক টাঙ্গাইল থেকে বাসাইলের দিক যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি লাঙ্গুলিয়া বেইলী সেতুর উপর দিয়ে পাড় হওয়ার সময় সেতুটির একাংশ দেবে ট্রাকটির একাংশ নদীতে পড়ে যায়। চালক নিরাপদে নেমে যেতে পারলেও হেলপার আটকে পড়ে। খবর পেয়ে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। পরে সোমবার ভোরে হেলপারকে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থ সেতুটি পুনরায় স্থাপন করতে একটি টিম কাজ করে যাচ্ছে। আশা করি দুই দিনের মধ্যেই সেতুটি দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে।

উল্লেখ্য, এ সেতুটি চলতি বর্ষায় তিন বার ভেঙ্গে গেল। সেতুটি ভেঙ্গে যাওয়ায় বাসাইল ও সখীপুর উপজেলার সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এর পূর্বে গত সপ্তাহে ৩য় দফা বন্যায় বাসাইল দক্ষিণ পাড়া এলাকায় একটি কালভার্ট ভেঙ্গে যায়।

(আরকেপি/এসপি/অক্টোবর ১২, ২০২০)