স্পোর্টস ডেস্ক, ঢাকা : ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সংস্থা উয়েফা ও ফিফা সাদা-কালোর বিভেদ দূর করতে নানা রকম উদ্যোগও নিয়েছে। কিন্তু সত্যিই কি দূর করা গেছে বর্ণবাদের অভিশাপ? ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ইয়া ইয়া তোরের সেটা মনে হচ্ছে না। বরং এখনও ইউরোপের অনেকে যে কালোদের মানুষই মনে করে না, ক্ষোভের সঙ্গেই সেটা জানালেন তোরে, ‘মাঠে এখনও ভেংচি কাটা হয় কালো খেলোয়াড়দের নিয়ে। অনেক ইউরোপিয়ান ভাবেন কালোরা মানুষ নয় পশু।’

এ বছরের মার্চে ম্যানচেস্টার সিটির ক্যাপিটাল ওয়ান কাপ জয়ের পর ফরাসি মিডফিল্ডার নাসরি বলেছিলেন, তোরে যদি আফ্রিকান না হতেন, তাহলে তাকে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হতো। বিবিসির সঙ্গে সাক্ষাতকারে তোরে নিজেও তুলেছেন এই একই অভিযোগ। বলেছেন, ‘আমার মনে হয় সামির যেটা বলেছিল সেটা খুবই সত্য। আফ্রিকান হওয়ার কারণেই আমি কোনো স্বীকৃতি পাই না। আমি নেতিবাচক হতে চাই না। কিন্তু এটাই সত্য। আপনি আফ্রিকার কোনো অঞ্চলে গিয়ে কাউকে মেসির কথা জিজ্ঞাসা করেন সে বলবে হ্যাঁ, আমরা তাকে চিনি। কিন্তু আপনি ইউরোপে এসে কাউকে ইয়াইয়া তোরের কথা জিজ্ঞাসা করেন, মানুষ বলবে ‘সেটা কে’?’

(ওএস/পি/এপ্রিল ১৯,২০১৪)