ফিরোজ খান


মনে হচ্ছে বাঙ্গালী জাতি আজ নির্বাক,
নির্লজ্জ লজ্জিত,গোটা পৃথিবীর বুকে
ক্রমশ:ঘনিয়ে আসছে স্বৈরমনোভাব,
অশ্লীলতা নির্মমতায় চলছে ধর্ষণোৎসব।

কেউ কি আছো ধর্ষনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে?
শহর গঞ্জে পল্লীগ্রামে সুদূর কোনো দূরে?
তাহলে ছুটে এসো ছুটে এসো ধর্ষন ঠেকাতে!
মহা-প্রলয়কালে প্রতিবাদী হ‌য়ে জেগে ওঠা।

জ্ঞানহীন নির্বোধ দুর্বল লোকেরা তামাশা দেখছে
মনু্ষ্যত্বহীন নরপশুদের কাছে হেরে যাচ্ছে?
পুরুষের পাপচর্চা কাজে উৎসাহ দিচ্ছে,ছি:
কোথায় বাস করছো হে বাঙালি জাতি তোমরা?

নিক্ষেপ কর তোমার বিবেকের দৃষ্টি,জেগে ওঠো
ঐ ধর্ষিতার জননীর আহত অন্তরে,সুখ দাও
দিবানিশি জ্বলছে মন মস্তিষ্কে হচ্ছে রক্ত ক্ষরণ
অসভ্যতার অর্সজ্জ যন্তণার অনল শিখায় পুড়ে।

কেনো তোমরা ঝাপিয়ে পড়ো ধর্ষনের লালসায়?
বন্ধ করো তোমার রক্ত পিপাসুর খেলা?
ওরা তো তোদের মা নয়তো আদরের বোন!
একটুও লজ্জ্বা হয়না এই লালসার জন্য?

আর নয় ধর্ষণ?এবার একটু শান্ত হয়ে যাও?
আমরা বীরবিক্রম, বীর বাঙালি জাতির বংশধর
আমাদের এই খাবার কাজ শোভা পায় না?
আমরা ধর্ষণ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ চাই।