বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্দোগে তৃনমুল পর্যায়ের হতদরিদ্রদের প্রকৃত স্বাস্থ্য সেবা প্রদান করা হলে মার্তৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার অনেকাংশে কমে যাবে।  প্রকৃত স্বাস্থ্য সেবার অভাবে শহরের চেয়ে গ্রাম পর্যায়ে মার্তৃমৃত্যু. শিশুমৃত্যু সহ নানাধরনে রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।

তৃণমূল পর্যায়ে ছয় হাজার লোকের জন্য স্থাপিত প্রতিটি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার সুফল সাধারণ জনগণ পাচ্ছে। এসব ক্লিনিকে জনগণকে স্বাস্থ্য সেবাসহ বিনামূল্যে ঔষধ সামগ্রী প্রদান করা অব্যাহত আছে। বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মায়েদেরকে বিনা অপারেশনে সন্তান প্রসব বিদেশে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন স্বচক্ষে ক্লিনিকে গর্ভবতী মায়েদেরকে বিনা অপারেশনে সন্তান প্রসব কার্যক্রম দেখার জন্য বাংলাদেশে এসেছিলেন। স্বাস্থ্য বিভাগের লোকজন সেবার মনমানসিকতা নিয়ে কাজ করলে স্বাস্থ্য খাতে আমরা দেশে-বিদেশে আরো সুনাম কুড়াতে সক্ষম হবে।
তিনি রবিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌর শহরের হাটবন্দ গ্রামে সফিরুন্নেসা মেমোরিয়েল হসপিটাল ট্রাষ্ট্রের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে কামরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এটিএম মতিউর রহমান, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আজিম উদ্দিন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল হাশেম, ইউপি চেয়ারম্যান সুয়েব আহমদ, সাবেক পৌর কাউন্সিলর নগেন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী, পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী, হামিদুর রহমান শিপ্লু প্রমুখ।
এর আগে হুইপ মো. শাহাব উদ্দিন এমপি ফিতা কেটে সফিরুন্নেসা মেমোরিয়েল হসপিটাল ট্রাষ্ট্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
(এলএস/এএস/আগস্ট ১৭, ২০১৪)