পেকুয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ জামাল মেম্বারের বিরুদ্ধে চকরিয়া থানা পুলিশ মিথ্যা মামলা দিয়ে হয়রানী শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার সাথে সম্পৃক্ত না থাকলেও চকরিয়া বেতুয়া ব্রীজ এলাকায় গত ৪ আগষ্ট সংঘটিত একটি ঘটনায় চকরিয়া থানায় পুলিশের দায়েরকৃত মামলায় পেকুয়ার ওই প্রবীণ আওয়ামী লীগ নেতাকে আসামী করা হয়েছে বলে অভিযোগ করেছেন পেকুয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মিথ্যা মামলার শিকার পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দুই বারের সভাপতি ও সাবেক দুই বার নির্বাচিত ইউপি সদস্য মো: শাহজামাল (৫০) অভিযোগ করেছেন, ঘটনাস্থল থেকে আমার বাড়ী ভিন্ন উপজেলায়। আমি ঘটনার সম্পর্কে জানিও না। কেন, কি অপরাধে আমাকে মিথ্যা মামলায় পুলিশ আসামী করেছে সেটাও আমি জানি না।

তিনি আরো অভিযোগ করেন, চকরিয়া থানা পুলিশ বিএনপি-জামায়াতের দলীয় লোকদের কাছ থেকে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে আমাকে অহেতুক মামলার আসামী করেছে। আমি এ ঘটনার সুষ্টু তদন্ত দাবি করছি এবং দায়ি পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ আগষ্ট চকরিয়া বাসস্টেন্ড এলাকা থেকে জনৈক খোরশেদ আলমকে ভূট্টোকে চকরিয়া থানায় মামলা নং ৪৩ তাং ৩০/০৯/১৩ ইংরেজী মামলায় পুলিশ গ্রেফতার করে। আর তাকে পরদিন ৫ আগষ্ট রাত ২টার দিকে অস্ত্র উদ্ধারের জন্য চকরিয়া থানা পুলিশের এস আই সুখেন্দু বসুর নেতৃত্বে একদল পুলিশ চিরিঙ্গা-মাতামুহুরী সড়কের বেতুয়া ব্রীজ এলাকায় নিয়ে গেলে ভূট্টোর সহযোগীরা পুলিশ লক্ষ্য গুলি বর্ষণ করে। আর কথিত এ ঘটনায় ভূট্টো ও গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পুলিশের উপর হামলা ও অস্ত্র উদ্ধার দেখিয়ে চকরিয়া থানা পুলিশের এসআই সুখেন্দু বসু ১৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১২, তাং ০৫/০৮/১৩ইং। আর এ মামলায় কোন ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও চকরিয়া থানা পুলিশ উদ্দেশ্যেমূলকভাবে পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ নেতা শাহ জামাল মেম্বারকে ১৫ নং আসামী করা হয়েছে। এছাড়াও এ মামলার্য় পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা বানিয়া পাড়া গ্রামের মৃত এমদাদ মিয়ার পুত্র ও আওয়ামী লীগ কর্মী নাজিম উদ্দিনকে ও ১৬ নং আসামী করা হয়েছে।

পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারান সম্পাদক জননেতা আবুল কাসেম ক্ষোভ প্রকাশ করেছেন, চকরিয়া থানা পুলিশের এসআই সুখেন্দু বসু যাচাই-বাচাই না করে পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ জামাল মেম্বার ও আওয়ামী লীগ কর্মী নাজিম উদ্দিনকে হয়রানীর জন্য আসামী করা হয়েছে।

(এমকেইউ/এইচআর/আগস্ট ১৭, ২০১৪)