লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা : নড়্ইালের লোহাগড়ার মিঠাপুর বাজারে আখ কেনাবেচাকে কেন্দ্র করে  দু’ দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। এসময় বাজারের ৪/৫টি দোকান ভাংচুর করা হয়।

আহতদেরকে স্থানীয় ক্লিনিক ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নলদী ইউপি’র মিঠাপুর বাজারে আখ বেচাকেনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বিলডুমুরতলা গ্রামের লোকজনদের সাথে মিঠাপুর গ্রামের লোকজনদের মধ্যে কথাকাটি হয়। এর জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের খবর পেয়ে নলদী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছালে বিক্ষুদ্ধ গ্রামবাসীরা পুলিশের ওপর চড়াও হয়। এসময় দু’জন পুলিশ সদস্য আহত হয়। প্রায় দেড় ঘন্টা ব্যাপি সংঘর্ষে উভয় গ্রামের ৩০ জন আহত হয়। আহতদেরকে মিঠাপুর ও নলদীতে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বাকীদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সুভাস বিশ্বাসের সাথে একাধিকবার যোগাযোগকরা হলে তিনি বিষয়টি পরে জানাচ্ছি বলে ফোন রেখে দেন।

(আরএম/এইচআর/আগস্ট ১৭, ২০১৪)