ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ শনিবার সকালে ঈশ্বরদী বাস টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে। 

পাবনার পুলিশ সুপার রফিকুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সমাবেশে বক্তরা সারাদেশে সকল প্রকার নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের দৃঢ় অবস্থানের ব্যক্ত করেছেন। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় নিয়ে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে নারী নির্যাতনের যেকোন ঘটনা তাৎণিকভাবে প্রতিরোধের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব অফিসার ইনচার্জ সেখ নাসীর উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক মাহজেবিন শিরীন পিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি মোসতাক আহমেদ কিরন, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জমসেদ আলী, কৃষক লীগ নেতা মুরাদ মালিথা প্রমূখ।


(এসকেকে/এসপি/অক্টোবর ১৭, ২০২০)