রাজবাড়ী জেলা প্রতিনিধি : মুজিব শতবর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো বিট পুলিশং কার্যক্রম। রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশে ও র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন। শনিবার সকাল ১০ টায় রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে জেলা শহরের ২ নং বেড়াডাঙ্গা এলাকার বিট নং- ২ এর জেলা শিক্ষা অফিসের পাশে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পুলিশিং বিট এর র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর শেখর চক্রবর্তী, আলমগীর শেখ তিতু, শামসুন্নাহার চৌধুরী, সদর থানার এসআই মোঃ জাকির হোসেনসহ পৌরসভার ৪ ,৫ ও ৬ নারীরা। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন জানান, জনসচেতনা বৃদ্ধির লক্ষে জেলার ৪৮ টি বিট পুলিশিং-এ এ সমাবেশ একযোগে অনুষ্ঠিত হয়েছে। সচেতনা বৃদ্ধির এ কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

(একেএ/এসপি/অক্টোবর ১৮, ২০২০)