ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখানের হাজীপুর ইউনিয়ন থেকে জলদস্যু কামাল বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ হোসেনকে (৩০) অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

রবিবার রাত ১১টার দিকে হাজীপুর ইউনিয়নের হুজুরের খাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

হোসেন তজুমদ্দিন উপজেলার মলংচড়া ইউনিয়নের মফিজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে দৌলতখানসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

দৌলতখান থানার ওসি মীর খায়রুল কবির জানান, দস্যু হোসেন চরে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম মেঘনার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হাজীপুর চরে অভিযান চালায়।

এ সময় ওই চরে হুজুরের খাল এলাকা থেকে দুটি দেশিয় অস্ত্রসহ হোসেনকে আটক করা হয়।

তার বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগে মামলা আছে। জেলার অন্য থানায় ডাকাতির মামলাও আছে।

এদিকে, জলদস্যু হোসেন পুলিশের হাতে আটক হয়েছে এমন খবর পেয়ে রাত ১২টায় দৌলতখানের ঘাটে ভিড় জমান শত শত জেলে ও মৎস্যজীবী। হোসেনের অত্যাচারে জেলেরা ঠিকমতো মাছ শিকার করতে পারছে না বলে তারা অভিযোগ করেন।

(ওএস/এইচআর/আগস্ট ১৮, ২০১৪)