স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইমাম চৌধূরী এবং তাঁর সহধর্মিনী বেগম জিনাত'আরা মিলি চৌধুরী করোনা আক্রান্ত হয়েছেন। বিশেষ ব্যবস্থাপনায় তাঁরা উভয়ে নিজ বাসভবনে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন,দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং জেলা করোনার মহাদূর্যোগ মোকাবেলায় গঠিত ত্রান পরিচালনা কমিটির আহবায়ক আলতাফুজ্জামান মিতা। তিনি জানান,রোববার নমূনা পরীক্ষার মাধ্যমে মো. আজিজুল ইমাম চৌধূরী এবং তাঁর সহধর্মিনী বেগম জিনাত'আরা মিলি চৌধুরী করোনা পজেটিভ নিশ্চিত হয়েছেন তাঁরা।

আজিজুলইমাম চৌধুরী দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুখপাত্রের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান, দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য, হাশের মোহাম্মদ চৌধূরী অটোরাইস মিলের সত্ত্বাধিকারী। জেলার প্রতিষ্ঠিত একজন শিল্পপতি তিনি।

তিনি জেলার বেশকিছু সামাজিক-সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ন দায়িত্বে রয়েছেন। তাঁর স্ত্রী বেগম মিলি চৌধূরীও দিনাজপুরে একজন বিশিষ্ট নারী নেত্রী। তিনি জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জেলা মহিলা ক্রীড়া সংস্হার সম্পাদক এবং জেলা কারাগারের বেসরকারী পরিদর্শকসহ জেলার বেশকিছু সামাজিক-সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ন দায়িত্বে রয়েছেন তিনি। দিনাজপুর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে বেশ নিবেদিত প্রাণ এই আজিজুল দম্পতি।

বর্তমানে তাঁরা উভয়ে সুস্থ্য আছেন এবং সকলের দো’আ কামনা করেছেন বলে জানিয়েছেন, দিনাজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক এবং জেলা করোনার মহাদূর্যোগ মোকাবেলায় গঠিত ত্রান পরিচালনা কমিটির সদস্য সচিব ফারুকুজ্জামান মাইকেল।

(এস/এসপি/অক্টোবর ১৯, ২০২০)