বিনোদন ডেস্ক : কলকাতার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। তার স্ত্রী বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। কলকাতার বধূ হিসেবে সেখানে তিনি খুবই জনপ্রিয় এবং সম্মমানীয় একজন।

এবার তাকে ভালোবাসা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাঠিয়েছেন পূজার উপহার।

করোনার বাধা মাড়িয়ে ১৫ আগস্ট বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশ থেকে সড়কপথে শ্বশুরবাড়ি গিয়েছেন মিথিলা। সেখানে এখন ধুম লেগেছে দুর্গাপূজা আয়োজনের৷ বাড়ির বউ হিসেবে তিনি পাচ্ছেন অনেক উপহার।

সে তালিকায় যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পূজার উপহার পাঠিয়েছেন সৃজিত-মিথিলা দম্পতিকে। উপহারের ছবি টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন মিথিলা।

ছবিতে দেখা গেছে, মিথিলার জন্য মমতা পাঠিয়েছেন নীল শাড়ি আর সৃজিতের জন্য পাঠিয়েছেন লাল রঙের পাঞ্জাবি।

প্রসঙ্গত, অনেক আলোচনার জন্ম দিয়ে গেল বছরের ৬ ডিসেম্বর সৃজিতকে বিয়ে করেন মিথিলা। চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এরপর মধুচন্দ্রিমা সেরেছেন সুইজারল্যান্ডে।

(ওএস/এসপি/অক্টোবর ২০, ২০২০)