স্পোর্টস ডেস্ক, ঢাকা : রুপকথার যাত্রা অব্যাহত এখনও অ্যাতলেতিকো মাদ্রিদের। রিয়াল মাদ্রিদ,বার্সেলোনার মত দলকে পেছনে ফেলে স্প্যানিশ লা লিগা জয়ের সুবাস ভালোভাবেই পাচ্ছে তারা।

শুক্রবার অ্যাতলেতিকো ২-০ গোলে এলচেকে হারিয়ে ব্যবধানটা বাড়িয়ে নিয়েছে অনেক। এই জয়ে ৩৪ খেলায় ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আরো দৃঢ় হল অ্যাতলেতিকোর। একটি করে ম্যাচ কম খেলা লা লিগার সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ ৬ ও শিরোপাধারী বার্সেলোনো ৭ পয়েন্টে পিছিয়ে আছে। বড় ধরনের কোন নাটক না হলে এবার তাই অ্যাতলেতিকোর শিরোপা জেতাটা সময়ের অপেক্ষা।


অ্যাতলতিকোর হয়ে ৭২তম মিনিটে মিরান্দা ও ৯০তম মিনিটে দিয়েগো কস্তা গোল দুটি করেন। ৭২তম মিনিটে সোসার কর্নার থেকে মিরান্দার হেড অতিথিদের জাল খোঁজে পেলে এগিয়ে যায় স্বাগতিকরা। কস্তাকে অবৈধভাবে ফাউল করায় ৯০তম মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন সাপুনারো। পেনাল্টি থেকে হেররেরাকে পরাস্ত করতে কোনো সমস্যা হয়নি কস্তার।

বিরতির মিনিট দুয়েক আগে ম্যাচের সবচেয়ে সুযোগটি নষ্ট করেন ভিয়া। বিরতির পর পঞ্চাশতম মিনিটে পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হন স্পেনের এই স্ট্রাইকার। ৫৭তম মিনিটে অফসাইডের কারণে ভিয়ার একটি গোল বাতিল হয়ে যায়, এর পাঁচ মিনিট পরই তাকে মাঠ থেকে তুলে নেন সিমেওনে।

(ওএস/পি/এপ্রিল ১৯,২০১৪)